আজ কবি অভীক ওসমানের জন্মদিন

31

কবি ও নাট্যকার অভীক ওসমানের জন্মদিন আজ। ১৯৫৬ সালে চন্দনাইশের বরমায় জন্মগ্রহণ করেন তিনি। সত্তর দশকের তুখোড় ছাত্রনেতা একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন।
শিক্ষকতা দিয়ে জীবন শুরু করলেও পরবর্তীতে চিটাগাং চেম্বার সচিবালয়ে সচিব ও প্রধান নির্বাহী হিসেবে তিন দশক দায়িত্ব পালন করেন অভীক ওসমান। এ সময় নির্বাহী হিসেবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ, সিআইটিএফ আয়োজনসহ পিআর অ্যান্ড পাবলিকেশন্সে নতুন মাত্রা যোগ করেন। একই সময় ক্ষুদ্র ও মাঝারী, নারী শিল্প উদ্যোক্তাদের বিকাশে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
অভীক ওসমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অতিথি শিক্ষক ছিলেন। তিনি নাটক, কবিতা লিখেছেন, প্রবন্ধ-গবেষণা করেছেন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৫টি।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ সম্মাননা ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাহিত্য পুরস্কার পেয়েছেন। বর্তমানে জিপিএইচ ইস্পাতের মিডিয়া উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। অভীক ওসমান সুস্থ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।