আজ আবদুল্লাহ আল হারুনের মৃত্যুবার্ষিকী

18

আজ ১৩ সেপ্টেম্বর ভাষা ও স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ, উদার মানবতাবাদী অসাম্প্রদায়িক রাজনীতিক, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য, সাংবাদিক, শিক্ষাব্রতী আবদুল্লাহ আল হারুনের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নবগঠিত মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মূলধারা ৭১’ এর উদ্যোগে আজ বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে স্মৃতিতর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ‘মূলধারা ৭১’ এর উদ্যোক্তা সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেবেন বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, শিক্ষাবিদ ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আবদুল্লাহ আল হারুনের কন্যা ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা এবং উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন শাহ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন বাচিকশিল্পী দিলরুবা খানম ছুটি ও সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শীলা চৌধুরী। বিজ্ঞপ্তি