আজিজুর রহমান হোমিও মেডিকেল কলেজের সভা

99

আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ১৭তম ডি.এইচ.এম.এস. শেষ বর্ষের উদ্যেগে কেইস টেকিং ডায়েরী প্রকাশনা অনুষ্ঠান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসি বেগমের সভাপতিত্বে চকবাজারস্থ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য, হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর সাবেক সদস্য আলহাজ্ব ডা. সালেহ আহমেদ সুলেমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্য। প্রভাষক ডা. তাপস ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. ওমর ফারুক, অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন আহমদ, প্রভাষক আব্দুল জলিল, সিনিয়ার মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ এসকান্দর, প্রভাষক ডা. নুরুল আমিন, প্রভাষক ডা. মুহাম্মদ এনামুল হক এনাম, প্রভাষক ডা. মোহাম্মদ মহিউদ্দিন ও প্রভাষক ডা. শাহনাজ আক্তার। ছাত্রদের পক্ষে বক্ত্য রাখেন হাসান মোহাম্মদ ইয়াসিন, রাবেয়া আক্তার, ফেরদৌস আকতার, ছফিয়া বেগম নাজরানা, জাফর আহমদ, মু. নুরুল হোসাইন, মো. আরিফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি