আজিজুর রহমান হোমিও কলেজের ইন্টার্ন চিকিৎসকের বিদায় সংবর্ধনা

14

 

আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস কোর্সের ইন্টার্ন প্রশিক্ষণ সমাপনকারী ১৮তম ব্যাচের চিকিৎসকদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগমের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বোর্ড সদস্য, হোমিও চেতনা পত্রিকার সম্পাদক আলহাজ্ব ডা. সালেহ আহমেদ সুলেমান।
প্রধান অতিথি বলেন, সারা বিশ্বে হোমিওপ্যাথি একটি স্বতন্ত্র বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃত। চিরায়ত নিরাপদ চিকিৎসা হিসেবে বহুকাল থেকে এদেশের গণমানুষের কাছে হোমিওপ্যাথি সমাদৃত। আইনগতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে অনুষদ আছে, বোর্ড আছে। হোমিওপ্যাথিক চিকিৎসকদের চিকিৎসা দেওয়ার অঙ্গীকার আছে। হোমিওপ্যাথদের পাশে আগে যেমন ছিলাম, এখনো তৎপর আছি। আদালতের একটি রায়ের পর্যবেক্ষণে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশে হোমিওপ্যাথি বোর্ড শীঘ্রই এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করবে, আশা করি সুষ্ঠু সমাধান হবে। তবে ডি.এইচ.এম.এস উত্তীর্ণ চিকিৎসকদের আরো অধ্যয়ন ও গবেষণায় মনোযোগ দিতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাডক ডা. দেবব্রত ভট্টাচার্য, অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন আহমদ মঞ্জু, প্রভাষক ডা. মুহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. এসকান্দর, প্রভাষক ডা. শিরিন আহমদ, ডা. শাহনাজ আকতার, ডা. আবু বকর, ডা. এনাম, ডা. মহিউদ্দিন, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই প্রমুখ। বিজ্ঞপ্তি