‘আজকের শিশুরাই আগামীর কান্ডারী’

85

চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী বলেছেন, শিক্ষা এমন এক বিষয় যা মানুষের মন, মনন ও বিবেককে জাগ্রত করে। আত্মশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে আমাদের প্রজন্ম দেশ ও দশের সেবা করবে। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের কান্ডারী। একটি সমৃদ্ধ জাতি গঠনে রবীন্দ্র-নজরুল মেধাবৃত্তি পরিষদ বিশেষ অবদান রাখবে বলে আমার প্রত্যাশা। তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধাবৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেধাবৃত্তি প্রদান কমিটির আহবায়ক লায়ন ডা. বিধান মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন ও বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নীলু নাগ, বাগীশিক প্রধান উপদেষ্টা অ্যাড.তপন কান্তি দাশ, চক্ষু বিশেষজ্ঞ ডা. কথক দাশ, শিক্ষানুরাগী ডা. অঞ্জন কুমার দাশ, সংগঠক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। আবৃত্তিকার হৈমন্তি শুক্লা মল্লিক ও সেঁজুতি দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধা বৃত্তির সমন্বয়ক অধ্যাপক শিপুল কুমার দে, প্রকৌশলী সুভাষ গুহ, শ্যামল বৈদ্য সবুজ, অধ্যাপক মনোজ দেব, আশীষ দে মণি, ডা. দেবাশীষ মজুমদার, সুজন দাশ, মৃণাল কান্তি দাশ, তারানাথ চক্রবর্তী, রূপক শীল প্রমুখ। অনুষ্ঠানে ১১০ জন মেধাবীকে মেধাবৃত্তি এবং ১০ জন গরীব শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির