আজও চট্টগ্রামে বৃষ্টির আভাস

81

পৌষের শেষার্ধে এসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, যা আজও অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে রাঙামাটিতে ৩৭ মিলিমিটার।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, বৃষ্টির দুর্ভোগ শেষে তাপমাত্রা কমে শীত বাড়বে। রাজধানীতে বৃষ্টি নেই। তবে দেশের বিভিন্ন স্থানে আজও হালকা বৃষ্টি হবে। এরপর শীতের অনুভূতিও বাড়বে।
তিনি বলেন, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। এরপর তাপমাত্রা কমবে। কয়েক দিনের গরম অনভূতিও কাটবে। সপ্তাহান্তে শীতও বাড়বে। আবহাওয়ার পূর্বাভাসে চলতি জানুয়ারি মাসে সারা দেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে আগামীকাল সামবারের পর একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস রয়েছে।
আর মাসের শেষ সপ্তাহে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ এবং মাসের মাঝামাঝি সময়ে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১২ ডিগ্রি সেলসিয়াস।