আগ্রাবাদে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী খোরশেদ নিহত

68

নগরীর আগ্রাবাদ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে আগ্রাবাদ এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. খোরশেদ আলম (৪৫) নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান। নিহত খোরশেদ আলম আগ্রাবাদের পাঠানতুলী এলাকার শফিক আহমেদের ছেলে। খোরশেদ নিজেকে সরকার দলীয় সমর্থক হিসেবে প্রচার করে চাঁদাবাজি করতেন বলে জানিয়েছে র‌্যাব।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান অভিযানে থাকা র‌্যাবের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি বলেন, অস্ত্র নিয়ে খোরশেদ আলম ও তার সহযোগীদের অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে খোরশেদ। র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা তারেক আজিজ।