আগে ঘরোয়া পরে আন্তর্জাতিক ক্রিকেট : তামিম

47

করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ আছে এই ‍মুহূর্তে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিটি দলেরই টানা ব্যস্ততা শুরু হয়ে যাবে। যদিও তামিম ইকবাল মনে করন, আন্তর্জাতিক ক্রিকেট নয়, প্রথমে চালু করতে হবে ঘরোয়া ক্রিকেট।
বুধবার রাতে ফেসবুক লাইভে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানেই তিনি জোর দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের ওপর। তামিমের মতে, লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটে নামা ঠিক হবে না। এই ওপেনারের বক্তব্য, ‘পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, আমি চাই ঘরোয়া ক্রিকেটটা আগে শুরু হোক। আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে সব দেশেরই ঘরোয়া ক্রিকেটটা আগে দরকার।’
বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। লিস্ট ‘এ’ ফরম্যাটে দেশের একমাত্র প্রতিযোগিতাটি প্রথম রাউন্ড শেষ হতেই স্থগিত হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। বর্ষা মৌসুম আর ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় নিলে টুর্নামেন্টটির এবারের আসর ঘিরে রয়েছে বেশ অনিশ্চয়তা।
অথচ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের উপার্জনের উৎস এই ঘরোয়া ক্রিকেট। তাদের কথা চিন্তা করে হলেও আগে ঘরোয়া ক্রিকেট চান তামিম, ‘আপনারা জানেন, আমাদের দেশের বেশিরভাগ ক্রিকেটারের রুটি-রুজির ক্ষেত্র প্রিমিয়ার লিগ। কাজেই আমি চাইব, যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, আগে যেন প্রিমিয়ার লিগটা শুরু হয়।’