আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই দীপ্ত তরুণ প্রজন্ম

113

তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে আসবে। তাদের হাতেই পরিচালিত হবে দেশ। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে চাই দীপ্ত তরুণ প্রজন্ম। গত ২৭ এপ্রিল বিকাল ৫টায় চট্টগ্রাম একাডেমির মিলনায়তনে ‘তরুণ নেতৃত্বের হাতে গড়ে উঠুক বাংলাদেশ শীর্ষক’ রাজনীতির মুক্তমঞ্চের আলোচনা সভা ও সৃষ্টিশীল, মেধাবী তরুণদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
রাজনীতির মুক্তমঞ্চের প্রধান সমন্বয়ক কল্যাণ চক্রবর্ত্তী সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। এডভোকেট রামপদ কায়স্থগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সি প্লাস টিভির চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ-সম্পাদক কাঞ্চন মহাজন, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট সাবেক ভিপি ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক চৌধুরী, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোস্তারী মোরশেদ স্মৃতি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন,‘আজকের তরুণ আগামী দিনের বাংলাদেশ। তারুণ্যের শক্তিতে নিহিত রয়েছে স্বপ্ন ও বাস্তবের মেল বন্ধন।
যার মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনীতির মুক্তমঞ্চের সমন্বয়ক কাঞ্চন আচার্য্য, প্রকৌশলী গোলাম ছরওয়ার চৌধুরী, এডভোকেট টিপু শীল জয়দেব, রিমন মুহুরী, বোরহান উদ্দীন, তালুকদার নির্দেশ বড়ুয়া, টিংকু পালিত, কাইসার ইকবাল চৌধুরী, রাজীব চক্রবর্তী, জেসমিন আক্তার জুঁই, বিকাশ নাথ, ফয়েজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫০ জন তরুণ-তরুণীর হাতে স্মারক তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ। বিজ্ঞপ্তি