আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

10

শুলকবহর ওয়ার্ড আ’লীগ :
বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবের ৭২তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গত ২৩ জুন বিকাল ৪ টায় মুরাদপুর মির্জারপুলস্থ অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ সরওয়ার্দীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএম’র কেন্দ্রীয় নেতা ডাঃ শেখ শফিউল আজম।
বক্তব্য রাখেন নুরুল আনোয়ার, কাউন্সিলর মোরশেদুল আলম, শাহজাহান সুফী, নাজমুল আহসান, কফিল উদ্দিন খোকন, তৌহিদুল আনোয়ার সেন্টু, আনোয়ার মিয়া, ইঞ্জিনিয়ার তৈয়ব উদ্দিন ভুঁইয়া, মুছা শামীম, প্রিয়লাল গোস্বামী, অহিদ চৌধুরী মুক্তি, এম.কে. আলম বাসেদ, জাহেদুল আলম, এরশাদুল্লাহ মুন্না, সাইফুল ইসলাম, জহির উদ্দিন সুমন, মোহাম্মদ মুছা, আরাফাতুল মান্নান ঝিনুক, নঈম উদ্দিন মাহমুদ নয়ন, শম্ভু দাশ, সাইফুল মান্নান শিমুল, মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ মোশতাক আহমেদ, নাঈম উদ্দিন আকাশ, শাহেদ মুরাদ ও আবদুল হাশেম প্রমুখ।
সাইফুল ইসলাম ভূঞা রাসেল :
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ চকবাজার থানা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজসেবক লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে মহানগরীর চকবাজারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। গত ২৩ জুন বুধবার চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন জয়নগর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর বাসভবন চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ গেøাগানের মাধ্যমে কেক কেটে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। অতঃপর নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সকল শহীদ আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ চকবাজার থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া আওয়ামী লীগের মহানগর, থানা ওয়ার্ড, তৃণমূল, সর্বস্তরের নেতৃবৃন্দসহ সমগ্র চট্টগ্রামবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিউল আলম শফি, আলী নেওয়াজ খান পারভেজ, মাহবুব আলম মাহবুব, নাফিস ইমতিয়াজ সাঞ্জু, গিয়াস উদ্দিন সিদ্দিকী, নুরে আলম নুর, আরিফ উদ্দিন নূর হোসেন বুলু, এইচ এম আজাদ, মইনুদ্দিন তুষার, মোরশেদ জামান মোরশেদ, ফরহাদুল হাসান মুস্তাফা, মো. মাসুদুর রহমান, শাহাদাত হোসেন পিন্টু, পারভেজ আলম, মো. সাজু, ইলিয়াস নিশান,বাদল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি