আইসিসি’র সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিসিবি

40

গত বছরের ১৪ অক্টোবর আইসিসি’র সভাশেষে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। আর অভিষেক আসরের আয়োজক হিসেবে ঘোষিত হয়েছিল বাংলাদেশের নাম। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক ২০২১ সালের মার্চে টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। তবে যেহেতু আসর শুরু হতে আরো প্রায় ৮ মাস বাকি সেহেতু অন্যান্য প্রস্তুতির চাইতে মোটা দাগে যে প্রস্তুতিটি নিয়েছিল সেটি হল অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল গঠন। এবং তাদের কার্যক্রমও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তাতে পানি ঢেলে দিল করোনাভাইরাস।
এদিকে করোনাভাইরাসের কারণে বিশ্বের ক্রিকেটাঙ্গনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আগের নির্ধারিত সূচীতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে কিনা সেটা নিয়েও আছে শঙ্কা। এমতাবস্থায় আইসিসি’র সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইং। তবে বিশ্বকাপ যখনই হোক না কেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই অনূ-১৯ নারী দলের কার্যক্রম শুরু হয়ে যাবে বলে গতকাল জানালেন বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।