আইসিসির নতুন চেয়ারম্যান বার্কলে

23

নতুন চেয়ারম্যান পেয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দ্বিতীয়বারের ভোটিংয়ে ইমরান খাজাকে হারিয়ে নির্বাচিত হয়েছেন নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান গ্রেগ বার্কলে।
গত জুলাইয়ে ভারতের শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের ইমরান। তাকে হারিয়ে মনোহরের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হলেন বার্কলে। গত সপ্তাহে হওয়া প্রথমবারের নির্বাচনেও ইমরানের চেয়ে ১০-৬ ব্যবধানে এগিয়ে ছিলেন বার্কলে। নিয়ম অনুযায়ী, আইসিসির ১৬ জন বোর্ড সদস্যের দুই-তৃতীয়াংশ (১১টি) ভোট পেতে হবে চেয়ারম্যান হতে হলে। প্রথমবার বার্কলে পাননি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভোট। দ্বিতীয়বার তাদের সৌজন্যেই কাঙ্ক্ষিত ১১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। পেশায় বার্কলে একজন আইনজীবী। ২০১২ সাল থেকে নিউ জিল্যান্ড ক্রিকেটে পরিচালক পদে আছেন তিনি। এখন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধানও। তবে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় তাকে নিউ জিল্যান্ড ক্রিকেটের পদ ছাড়তে হবে।