আইপিএলে ডাক না পাওয়া মাহমুদউল্লাহর ‘দুর্ভাগ্য’

21

কুড়ি ওভারের ক্রিকেটে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে পরিণত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। অসাধারণ কিছু জয়ে অবদান রেখেছেন। পাশাপাশি পরিসংখ্যানে বাংলাদেশের অভিজ্ঞ অন্য ক্রিকেটারদের চেয়েও অনেকটা এগিয়ে তিনি। অথচ সবচেয়ে আলোচিত টুর্নামেন্ট আইপিএলের দুয়ার সব সময়ই বন্ধ থেকেছে তার জন্য।
এর কারণ হিসেবে ‘ভাগ্য’ কে দায়ী করলেন তারই সতীর্থ বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। আইপিএলে খেলার জন্য মাহমুদউল্লাহকে সব দিক থেকে যোগ্য মনে করেন তিনি। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত কুড়ি ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু মাহমুদউল্লাহ। সর্বোচ্চ ১৩১ স্ট্রাইক রেটে ১ হাজার ১৪ রান এসেছে তার ব্যাট থেকে। আইপিএলে খুব বেশি বাংলাদেশি সুযোগ পাননি। এখন পর্যন্ত আইপিএল খেলেছেন পাঁচ ক্রিকেটার। এদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি শিরোপা তার দখলে। এছাড়াও মোস্তাফিজুর রহমানও নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমক দেখিয়েছেন। এছাড়া আব্দুর রাজ্জাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে, মোহাম্মদ আশরাফুল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ও মাশরাফি বিন মুর্তজা কলকাতার হয়ে একটি করে ম্যাচ খেলেছেন। তামিম পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে সুযোগ পেলেও খেলতে পারেননি কোনও ম্যাচ।