আইপিএলের ছক্কার রেকর্ডবুকে ধোনি

30

কোহলির আরসিবির কাছে ১ রানে ম্যাচ হারলেও আইপিএলের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচে ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন মাহি। ধোনির বিধ্বংসী ইনিংস সাজানো ৫টি চার ও ৭টি ছয় দিয়ে। সাত ছক্কা হাঁকিয়ে এদিন আইপিএলে ২০০টি ছক্কা হাঁকানোর নজির টপকে গেলেন ধোনি। ভারতীয়দের মধ্যে ধোনিই প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে ২০০ ছক্কা হাঁকালেন। ম্যাচের শেষে ধোনির আইপিএল ছক্কার সংখ্যা ২০৩টি।
আইপিএলে সর্বাধিক ৩২৩টি ছক্কা হাঁকিয়ে শীর্ষস্থানে রয়েছেন ক্রিস্টোফার হেনরি গেইল। ২০৪টি ছয় হাঁকিয়ে তালিকায় দু’নম্বরে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স। ২০৩টি ছয় হাঁকিয়ে তিনে রয়েছেন ধোনি। চারে রোহিত হিটম্যান শর্মা। আইপিএলে তিনি মোট ১৯০টি ছয় হাঁকিয়েছেন রোহিত। সংসখ্যক ছয় হাঁকিয়ে তালিকায় পাঁচে রয়েছেন সুরেশ রায়না।