‘আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার উন্নয়নে আইনজীবীরা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবেন’

97

চিটাগাং ল একাডেমী চট্টগ্রাম (সিএলএ)’র প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে ল একাডেমি পরিবারের মিলন মেলা আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১১ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে চিটাগাং’ল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চট্টগ্রামের বিচারক মো. জামিউল হায়দার। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এ এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুহাম্মদ মুজিবুল হক, সাবেক সভাপতি এড. মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক এড. নাজমুল আহসান খান আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক এড. অশোক কুমার দাশ, সাবেক সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান ফারুক, সাবেক সহ-সাধারণ সম্পাদক এড. আবুল হোসেন মুহাম্মদ জিয়াউদ্দিন, চন্দনাইশ আইনজীবী সংসদের সভাপতি এড. তুষার সিংহ হাজারী (মানিক), চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ মুজিবুর রহমান চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুল হান্নান, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাহাবউদ্দীন ডেকোরেটার্স’র স্বত্বাধীকারী হাজী মো. সাহাব উদ্দীন, সাতকানিয়া বাজালিয়া ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক এসএম শহীদুল্লাহ, এড. আব্দুল্লাহ মামুন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. হাসান মুরাদ, চিটাগাং ল একাডেমির লেকচারার এড. ফিরোজ উদ্দিন তারেক, লেকচারার এড. মো. ফোরকান, লেকচারার এড. মো. জামাল উদ্দিন চৌধুরী, চন্দনাইশ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, এড. কামরুল আজম চৌধুরী টিপু, এড. নজরুল ইসলাম, এড. আশকর আলী সুজন, এড. আরিফুজ্জামান আরিফ, এড. জাকারিয়া আল গিয়াস উদ্দিন, এড. মাইনুল আলম টিপু, এড. শহীদুল ইসলাম সুমন, এড. হাবিব উল্লাহ রুমি, এড. রুনা কাশেম, এড. তানজিলা মান্নান যুথি, এড. রবিউল আলম, এড. রিদুওয়ানুল করিম, এড. ইমরুল হক মেনন, এড. আলী ইয়াছিন, এড. মুহাম্মদ শাহজাহান, এড. পিন্টু কুমার দে, এড. ফোরকান খোকন, এড. আলী হোসেন, এড. আবু হেনা মোস্তফা কামাল, এড. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সোহেল, এড. স্বদেশ শর্মা, এড. আইরিন আক্তার, রেবা বড়–য়া, মোঃ মোশারফ উদ্দিন, নাজনীন জাহান চৌধুরী, বাবলী চক্রবর্তী, মোবিনুল হক, শিহাব উদ্দিন, নাজিম উদ্দিন, আইরিন সুলতানা, লিটন কান্তি দত্ত, রনি সিংহ, শারমিন ইয়াসমিন নিশু, সিরাজ উদ্দিন বাবলু, মো. এমদাদুল ইসলাম রুবেল, রুমা আক্তার, শাহজাদী মুক্তা, পারভীন আক্তার, মারুফুল হক চৌধুরী, তপন চন্দ্র ধর, সমীর কুমার আচার্য্য, আবুল কাশেম, মো. আজিজুর রহমান, নাজমুল হাসান খান, এড. সজরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. গোলাম মাওলা মুরাদ এবং এড. রুজিনা পারভীন রোজি। এক যুগ পূর্তি উপলক্ষে প্রধান অতিথি কেক কেটে একযুগ পূর্তি অনুষ্ঠান উদ্যাপন করেন এবং একযুগ পূর্তিতে আইজান স্মরনিকা মোড়ক উম্মোচন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি এবং মহামান্য হাই কোর্টে তালিকাভুক্তি আইনজীবীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। সময়ের প্রেক্ষাটে স্বাধীন ও চ্যালেঞ্জিং পেশাগুলোর মধ্যে আইন পেশা একটি অন্যতম পেশা। আইন শিক্ষার মাধ্যমে আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার উন্নয়নে আইনজীবীরা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একযুগ পূর্তি অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি জামাল খান হইতে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করেন। বিজ্ঞপ্তি