আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের অফিস উদ্বোধন

45

আত্মগঠন ও সমাজ কল্যাণে নিবেদিত অর্থনৈতিক সংগঠন আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নিজস্ব অফিস ২০ মে ফিতা কেটে উদ্বোধন করেন এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরী, পরিচালক (অর্থ) মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, পরিচালক মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ অছি উদ্দিন, সুলতান মাহমুদ সুমন, এইচ এম শহীদুল্লাহ, মুহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ সাহেদুল আলম, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মাওলানা শফিউল আজম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ মনিরুল ইসলাম, মুহাম্মদ নজিবুল বশর প্রমুখ। অফিস উদ্বোধনকালে আইডিয়্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী বলেন, দেশে চাকরীর বাজারে মন্দা চলছে। চাকরীর পিছনে ঘুরতে ঘুরতেই তরুণদের জীবনীশক্তি ক্ষয়ে যেমন যাচ্ছে তেমনি কাংক্ষিত চাকরী না পেয়ে তরুণরা হতাশ হয়ে অন্ধকার জীবনবেছে নিচ্ছে। তিনি তরুণদের পড়ালেখা শেষে চাকরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহবান জানান। ব্যবসায়ে তরুণদের উদ্ভাবনী ক্ষেত্রে আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন বিনিয়োগে আগ্রহী বলেও তিনি জানান। বিজ্ঞপ্তি

বর্ণ-পরিচয় সেরা স্বর্ণসুর
ও ক্ষুদে স্বর্ণসুর সঙ্গীত
প্রতিযোগিতার গ্র্যান্ড
ফাইনাল ২৬ মে

চট্টগ্রামে এই প্রথম বর্ণ-পরিচয় সাংস্কৃৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত প্রতিভা অন্বেষণে ‘সেরা স্বর্ণসুর ও ক্ষুদে স্বর্ণসুর’ সঙ্গীত প্রতিযোগিতা-২০১৮ এর গ্র্যান্ড ফাইনাল বৃহৎ পরিসরে আগামী ২৬ মে সকালে নগরীর প্রবর্ত্তক মোড়স্থ বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে। সকায় ৮টায় ‘ক্ষুদে স্বর্ণসুর’ প্রতিযোগিদের রিপোর্টিং ও সকাল ১০টায় ‘সেরা স্বর্ণসুর’ প্রতিযোগিদের রিপোর্টিং অনুষ্ঠিত হবে। এছাড়া বিস্তারিত জানতে যোগাযোগ : রনি বিশ্বাস-০১৮৩৬৪০৬৯৬০, রানু মজুমদার-০১৮১৭২৫১৫২৩, শ্রীকান্ত মজুমদার-০১৮৪৩২৮৫৭০৭, অন্তু বিশ্বাস ০১৮৪৩৭৮৫৫৩৮। সকল প্রতিযোগিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা পাচ্ছে স্বর্ণের গীটার ও শিক্ষাবৃত্তি ১৫ হাজার টাকা, প্রথম রানার্স-আপ ও দ্বিতীয় রানার্স-আপের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিজ্ঞপ্তি