আইআইইউসি’র বিজয় দিবসের কর্মসূচি

50

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) গতকাল শুক্রবার যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এ উপলক্ষে হল প্রভোস্ট নূরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইআইইউসি’র প্রক্টর ড. মোহাম্মদ কাওসার আহমেদ। ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো.জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি আলোচক ছিলেন ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো.নাজিম উদ্দীন, সেনার্ক এর সহকারী অধ্যাপক মো. ছলিমউল্লাহ এবং প্রভোস্ট আবদুল মালেক। সভায় বক্তারা বলেন, দেশকে বুদ্ধিবৃত্তিক দরিদ্রতার দিকে নিয়ে যাওয়া জন্য পকিল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করা হয়। বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করার এই ঘৃণ্য কর্মকান্ড কোন মানবিক মানুষ সমর্থন করতে পারে না। এদিকে আজ মহান বিজয় দিবস উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) তে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কুমিরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বিজয়-শোভাযাত্রা, সকাল ৯টা বিশ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে নয়টায় আলোচনা সভা এবং সকাল সাড়ে দশটায় প্রীতি ভলিবল ম্যাচ। আইআইইউসি’র ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্ধারিত আলোচক হিসাবে বক্তব্য রাখবেন আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অ.), প্রক্টর ড. মোহাম্মদ কাওসার আহমেদ, প্রভোস্ট সিরাজুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। বিজয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠানমালার সকল কর্মসূচিতে আইআইইউসি পরিবারের সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য অনুষ্ঠান উপলক্ষে শহর থেকে যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা থাকবে। খবর বিজ্ঞপ্তির