আইআইইউসি’র অনার্স শিক্ষার্থীদের জন্য লেকচার

39

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ব্যাচেলর এডুকেশনের লক্ষ্য এবং অর্জনভিত্তিক শিক্ষা পদ্ধতির উপর লেকচার শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে আইআইইউসি অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই লেকচার সিরিজে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন আইকিউএসি’র ডিরেক্টর এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসাইন। এই একাডেমিক আয়োজনের দাপ্তরিক পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন এডিশনাল ডাইরেক্টর মোহাম্মদ আমানউল্লাহ। কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডীজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডীজ, হাদিস এন্ড ইসলামিক স্টাডীজ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক এন্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি ও ব্যাংকিং, ইংরেজী ভাষা ও সাহিত্য এবং আইন বিভাগের ব্যাচেলর প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই লেকচার সিরিজ চলবে। ৯ নভেম্বর সাড়ে বারোটায় সিএসই, ফার্মেসী ও ডিআইএস বিভাগের ছাত্রদের জন্য লেকচার উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি