অ্যাসাঞ্জের স্বাস্থ্য সুরক্ষা চেয়ে শতাধিক চিকিৎসকের খোলা চিঠি

21

সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা কারাবন্দি জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর মানসিক নির্যাতন বন্ধ ও তার স্বাস্থ্যগত দুরাবস্থাকে আমলে নেওয়ার আহ্বা জানিয়েছেন বিশ্বের শতাধিক চিকিৎসক ও মনোবিদ। সোমবার চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত এক খোলাচিঠিতে তারা এই আহ্বান জানান।
২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ১১ এপ্রিল রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ১১ এপ্রিল তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক ‘যুক্তরাজ্যের গুয়ানতানামো বে’ খ্যাত কুখ্যাত কারাগারে রাখা হয়েছে তাকে। বর্তমানে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন তিনি। আগামী সোমবার যুক্তরাজ্যের উলউইচ ক্রাউন কোর্টে ওই শুনানি হওয়ার কথা রয়েছে। এমন বাস্তবতায় ১৮টি দেশের ১১৭ জন চিকিৎসক ও মনোবিদ ল্যানসেট-এ এক খোলা চিঠিতে লিখেছেন। তারা অভিযোগ করেছেন, অ্যাসাঞ্জকে কারাগারে ‘নির্যাতন’ করা হচ্ছে। ‘অ্যাসাঞ্জের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, আমরা তার নিন্দা জানাই। যথাযথ স্বাস্থ্যসুবিধা পাওয়ার মৌলিক অধিকারের বিষয়টি অগ্রাহ্য করারও নিন্দা জানাই।’চিঠিতে চিকিৎসকেরা বলেছেন, ‘আমাদের আবেদন খুব সোজাসাপ্টা। অ্যাসাঞ্জের ওপর নির্যাতন বন্ধে আমরা সরকারের প্রতি আহŸান জানাচ্ছি। বেশি দেরি হওয়ার আগেই তার সর্বোচ্চ স্বাস্থ্যসুবিধা পাওয়ার নিশ্চয়তা চাইছি।’ অ্যাসাঞ্জকে গ্রেফতারের পর ২০১৯ সালের ৯ মে কারাগারে তার সঙ্গে দেখা করার সুযোগ পান নির্যাতনসহ বিভিন্ন ধারার নিষ্ঠুরতা প্রতিরোধ বিষয়ক বিশেষ জাতিসংঘ দূত নিলস মেলজার। ওই সময়ে তিনি জানান, মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অ্যাসাঞ্জ।