‘অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার’ শীর্ষক মতবিনিময়

105

বাংলাদেশ চট্টগ্রাম মহানগর, জেলা শাখা আয়োজিত সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাম ডাক্তার ও বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন (বিডিএ) চট্টগ্রাম জেলা শাখার সহযোগিতায় ‘অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার’ শীর্ষক মতবিনিময় সভা গত ১০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়স্থ গ্যালারিতে ডা: আলহাজ্ব অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: শেখ ফজলে রাব্বি পান্না, সিভিল সার্জন চট্টগ্রাম জেলা। প্রধান আলোচক ছিলেন ডেপুটি সিভিল সার্জন চট্টগ্রাম জেলা ডা: মো: আসিফ খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক লায়ন ডা: আর.কে রুবেল, লায়ন আলহাজ্ব ডা: মো: মজিবুল হক, ডা: অপূর্ব ধর, ডা: মাহমুদুল হাসান, ডা: তপন চন্দ্র দাশ, ডা: এম.এম. রফিক উল্লাহ হামিদী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা: বেলাল হোসেন উদয়ন, ডা: মো: আরিফ, ডা: স্বপন দে, ডা: এস.কে পাল সুজন। উক্ত মতবিনিয় সভায় মহানগর সাধারণ সম্পাদক ডা: তাজু কুমার বড়ুয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা: এ.কে মজুমদার, ডা: মামুনুর রশিদ, ডা: কানু দাশ, ডা: মো: আয়াত উল্লাহ, ডা: এস.এম. কামরুজ্জামান, ডা: সুশান্ত কুমার নাথ, ডা: শান্তা দাশ, ডা: রুনু রায়, ডা: রনজিত দাশ, ডা: অসীম কুমার পান্ডে, ডা: দীপন কুমার বড়ুয়া, ডা: এম.এন, কাউসার, ডা: সমীর দে, সাংবাদিক এস.ডি জীবন, ডা: জীবন কুমার চৌধুরী, ডা: মো: শফিউল বশর, ডা: উজ্জ্বল দাশ প্রমুখ। প্রধান অতিথি সরকারি প্রশিক্ষিত গ্রাম ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি অঞ্চলে গ্রাম ডাক্তারা শতকরা ৮০ভাগ চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আপনারা যথাযথভাবে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার করবেন। তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ রোগীদেরকে সরকারি হাসপাতালে দ্রুত রেপার পরামর্শ দেন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আহব্বান জানান। তিনি অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করারও দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি