অ্যাডিলেডেও ইনিংস পরাজয় পাকিস্তানের

23

দ্বিতীয় টেস্টেও ইনিংসে হেরেছে পাকিস্তান। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টেও বদলায়নি পাকিস্তানের ভাগ্য। দুই টেস্টের সিরিজে টানা দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে হেরেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তান হেরেছে ইনিংস ও ৪৮ রানে।
গতকাল ফলোঅন করতে নেমে ধুঁকছিল পাকিস্তান। ৩৯ রানে হারায় ৩ উইকেট। গতকাল দিনের শুরুতে শান মাসুদ ও আসাদ শফিকের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল। সর্বোচ্চ ১০৩ রান আসে এই জুটি থেকে। শান মাসুদ ৬৮ রান করে ফেরার পর আসাদ শফিকের প্রতিরোধ ভেঙে পড়ে ব্যক্তিগত ৫৭ রানে। এরপর মোহাম্মদ রিজওয়ান ৪৫ রান করলেও লম্বা ইনিংস উপহার দিতে পারেনি আর কেউ। ডিনার ব্রেকের পর শেষ দুই উইকেট পড়লে পাকিস্তান গুটিয়ে যায় ২৩৯ রানে।
পাকিস্তানকে বিপক্ষে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন অফস্পিনার নাথান লায়ন। তিনটি নিয়েছেন জশ হ্যাজেলউড। অপরাজিত ৩৩৫ রানের অনন্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। দুই টেস্টে ৪৮৯ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ও অস্ট্রেলিয়ার এই ওপেনার।