অ্যাডভোকেট শম্ভু নাথ নন্দীকে সংবর্ধনা

32

আইন পেশায় সুদীর্ঘ ৪৬ বছর পূর্তি এবং শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট শম্ভু নাথ নন্দীকে সংবর্ধিত করেছে ‘আইনজীবী সুহৃদ পরিষদ’ সংগঠন। বুধবার দুপুর ২টায় আইনজীবী ভবনে সংগঠনের আহব্বায়ক অ্যাডভোকেট উদয় শংকর ধর এর সঞ্চালনায় ও অ্যাডভোকেট তুষার কান্তি বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট শম্ভু নাথ একজন বিজ্ঞ আইনজীবী। তিনি শিক্ষা, সমাজসেবা ও জনপ্রতিনিধি হিসেবেও সমাজ উন্নয়নে অবদান রেখেছেন। নিরহংকারী সাদা মনের মানুষ শম্ভু নাথ নন্দী দক্ষিণ চট্টগ্রামের মুজাফরাবাদ গ্রামের সম্ভ্রান্ত জমিদার ও দানবীর পরিবারের সন্তান। তার পিতা স্বর্গীয় যশোদা কুমার নন্দীও একজন দানশীল সমাজসেবক ছিলেন। শম্ভু নাথ নন্দী ১৯৭৮ সালে বাংলাদেশ হাইকোর্টে প্র্যাকটিস সনদ অর্জন করেন। তিনি ১৯৯৬ হতে ২০০১ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি’র দায়িত্বে ছিলেন।
সিনিয়র আইনজীবী উদয় শংকর ধরের পরিচালনায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, বিএইচআরএফ এর ম্যানেজিং ডাইরেক্টর অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহ্সান, চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, প্রধান বক্তা গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. জানে আলম। আরো বক্তব্য দেন অ্যাডভোকেট শৈবাল সেন, অ্যাডভোকেট অর্পন ঘোষ, অ্যাডভোকেট স্বপন শীল, অ্যাডভোকেট নিত্যলাল খাস্তগীর, অ্যাডভোকেট অমল কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট অপূর্ব চরণ দাশ, সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল সরকার, অ্যাডভোকেট শিশির ভট্টাচার্য্য, অ্যাডভোকেট সৌমিত্র বিশ্বাস, অ্যাডভোকেট রতন বিশ্বাস, অ্যাডভোকেট উৎপল শীল, অ্যাডভোকেট মিলন দত্ত, অ্যাডভোকেট হরিশংকর ভট্টাচার্য্য, অ্যাডভোকেট দীপক চৌধুরী, সমীর পাল প্রমুখ। বিজ্ঞপ্তি