অ্যাডভোকেট আতাউর রহমানের ইন্তেকাল

21

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গতকাল সকালে নগরীর বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। তার মৃত্যুতে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকালে গ্রামের বাড়ি কালীপুর ইউনিয়নের পালেগ্রাম হাকিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী প্রমুখ। বিজ্ঞপ্তি

দিলীপ চক্রবর্ত্তীর
তিরোধান বার্ষিকী

পাহাড়তলী ও হাটহাজারীর নন্দীরহাট শ্রীশ্রী কৈবল্যনাথের ৫ম মোহন্ত শ্রীমৎ দিলীপ চক্রবর্ত্তী মহারাজের সমাধীপীঠে দুইদিনব্যাপী তিরোধান বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর ঊষালগ্ন থেকে উদয়াস্ত পর্যন্ত শ্রীশ্রী ঠাকুরের বেদবাণী পাঠ, ঠাকুর-প্রসঙ্গ, সত্যনারায়ণ সেবা ও চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ সহ মাঙ্গলিক অনুষ্ঠানাদি ভক্ত সমাবেশের মাধ্যমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদ্যাপন করা হচ্ছে। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বাদল মিত্র, সঞ্জীব নাথ, হরিপদ দে, বাদল সাহা, সুবোধ দাশ, অনিক সাহা, প্রলয় সাহা প্রমুখ। পৌরহিত্য করছেন সুভাষ চক্রবর্ত্তী ও জুয়েল চক্রবর্ত্তী। বিজ্ঞপ্তি