অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

2

নগরীর খুলশী থানাধীন ওয়ার্লেস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
গতকাল বৃহস্পতিবার চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে মামলা রুজু পূর্বক মেম্বার হোটেল মালিককে ৩০ হাজার টাকা, নিউ শাহী বেকারী মালিককে ১৫ হাজার টাকা এবং রসুইঘর রেস্টুরেন্ট মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ফুটপাত ও রাস্তায় নির্মাণ সামগ্রী, দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে। বিজ্ঞপ্তি