অস্বচ্ছল ক্রীড়াবিদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভাতা প্রদানের সিদ্ধান্ত

26

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অস্বচ্ছল ক্রীড়াবিদদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদে বৃহস্পতিবার এক বৈঠকের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০১৯-২০ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে এক হাজার ১৫০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে মাসিক দুই হাজার টাকা করে এক বছরে ২৪ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, দ্রুতই অস্বচ্ছল ক্রীড়াবিদদের হাতে অর্থ তুলে দেবেন তারা।
“স্বাধীনতার পরেই অস্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এই ফাউন্ডেশন সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে।”