অস্ত্র বিক্রির পরিকল্পনা আমিরাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

11

কয়েকশ’ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে থাকা পম্পেও শুক্রবার আবু ধাবিতে পৌঁছান। শনিবার তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। তাদের আলোচনায় দুই দেশের অস্ত্র চুক্তির পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত আমিরাত-ইসরায়েল স্বাভাবিক সম্পর্কও স্থান পাবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় এখনও মেনে নেননি পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। তারপরও আগামী জানুয়ারিতে দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়ার আগে তিনি সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সফরে বেরিয়েছেন। দীর্ঘ এই সফরে আবু ধাবি পৌঁছানোর আগে তিনি ফ্রান্স, তুরস্ক, জর্জিয়া ও ইসরায়েল সফর করেছেন। যদিও এসব দেশের সরকারগুলো ইতোমধ্যে নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসনের অধীনে, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক আগের থেকে যে কোনও দিক থেকেই আরও গভীর ও বিস্তৃত হয়েছে।’