অস্ট্রেলিয়ায় ক্ষুব্ধ নাগরিকদের তোপে পড়ে পালিয়ে বাঁচলেন প্রধানমন্ত্রী

39

ভয়াবহ দাবানলে পুড়তে থাকা অস্ট্রেলিয়ায় এবার একটি শহর পরিদর্শনে গিয়ে স্থানীয় অধিবাসীদের তীব্র ভৎর্সনা আর তোপে পড়ে তড়িঘড়ি সফর সংক্ষিপ্ত করে চলে যেতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিবিসি জানায়, বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসের কোবারগো পরিদর্শনে গিয়েছিলেন মরিসন। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কোবারগো অন্যতম।শহরটির বেগা ভ্যালি মঙ্গলবার সকাল থেকে দাবানলে পুড়ছে।মারা গেছে তিনজন। অন্যান্যদের বাড়িঘর পুড়ে গেছে।
মরিসন তার সহযোগীদের নিয়ে ওই এলাকায় পৌঁছে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে বাসিন্দাদের তোপের মুখে পড়েন। লোকজন তাকে গালিগালাজও করে। স্যোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে,মরিসন এক নারীর কাছে তার কুশল জানতে চেয়ে তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন। কিন্তু তাতে আগ্রহ দেখাচ্ছেন না ওই নারী। বরং কড়া চোখে মরিসনের দিকে তাকিয়ে রাগাম্বিত স্বরে তিনি বলছেন,“আমাদের রুরাল ফায়ার সার্ভিসকে আপনি আরো তহবিল দিলেই কেবল আপনার সঙ্গে হাত মেলাব। বহু মানুষ বাড়িঘর হারিয়েছে।” “আমাদের আরো সাহায্য চাই” বলতে শোনা যায় ওই নারীকে। এ সময় একজনকে এগিয়ে এসে ওই নারীকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এরপর আরো কয়েকজন অধিবাসী প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চেচিঁয়ে চেচিঁয়ে কথা বলে। “আপনি এখানে আর কোনো ভোট পাবেন না”, আপনি একটা ইডিয়ট”, “চলে যান, দূর হয়ে যান,” “আপনি এখানে স্বাগত নন,”- এমন সব কথা বলতে শোনা যায় তাদেরকে। এমন বিরূপ আচরণের শিকার হয়ে শেষমেশ প্রধানমন্ত্রী মরিসন এবং প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রী ডেভিড লিটলপ্রাউড দ্রুত হেঁটে গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে এলাকা ত্যাগ করেন। গত সেপ্টেম্বর থেকেই ক্রমাগত দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা।