অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলতে শারাপোভা, নাদাল ও ফেদেরার

30

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে দাপুটে জয় পেয়েছেন রাফায়েল নাদাল। অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তিনি।
চতুর্থ রাউন্ডের টিকিট পেতে দুই ঘণ্টার একটু বেশি সময় লেগেছে নাদালের। ১৯ বছরের অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারান স্প্যানিশ তারকা।
২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল রবিবার মুখোমুখি হবেন অবাছাই চেক প্রতিপক্ষ থোমাস বার্ডিচের। নাদালের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছেন গ্রিগর দিমিত্রোভ, রবের্তো বাতিস্তা আগুত। মেয়েদের এককে তৃতীয় রাউন্ডের বাধা টপকে গেছেন পেত্রা কিতোভা ও গত ইউএস ওপেন জয়ী স্লোন স্টেফেন্স।
মেয়েদের এককে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভা। ডোপ কেলেঙ্কারির কারণে নির্বাসিত হওয়ার পর এবার নিজের জায়গায় ফিরতে লড়াই করছেন রাশিয়া এই তারকা।
গতকাল রড লেভার অ্যারেনায় প্রথম সেট ৬-৪ গেমে জয় তুলে নেন শারাপোভা। তবে দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান তিনি। কিন্তু তৃতীয় সেটে ৬-৩ গেমের জয় তুলে নেন রাশিয়া এই তারকা। তাতেই শেষ ষোলো নিশ্চিত হয় তার।
শারাপোভার জয়ের দিনে শিরোপা জয়ের স্বপ্ন তৃতীয় রাউন্ডেই শেষ হলে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওজনিয়াকির।
একই দিনে অস্ট্রেলিয়ান ওপেনের ছেলেদের এককে জয় তুলে শেষ ষোলোর টিকিট কেটেছেন সুইস তারকা রজার ফেদেরার।
গতকাল তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে ৬-২, ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।