অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন দেখছেন ব্রেট লি

41

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ধরে রাখতে পারবে অস্ট্রেলিয়া, এমনটাই মনে করছেন অজিদের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা সাবেক তারকা পেসার ব্রেট লি। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত বিশ্বকাপে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া দল। সেই খেতাব এবার অজিরা ধরে রাখতে পারবে বলে মনে করছেন লি। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে স্মিথ-ওয়ার্নার ফেরাতেই অজিরা এবার অনেক বেশি শক্তিশালী বলে মত লি’র।
ব্রেট লি বলেছেন, ‘ইংল্যান্ডের উইকেটে পেসাররা সুবিধা পাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু জুন-জুলাইয়ে ওখানে উইকেটের চরিত্র স্লো থাকে। সে কারণে উইকেট থেকে পেসাররা বাড়তি কোনো সাহায্য পাবে না। বোলারদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই করতে হবে।’ সেই সঙ্গে লি আরো মনে করেন, ‘দর্শকদের কথা মাথায় রেখে ব্যাটিং সহায়ক পিচই তৈরি করতে চলেছে আইসিসি। লো-স্কোরিং উইকেট হওয়ার প্রবণতা কম। আর ব্যাটিং সহায়ক উইকেটে স্মিথ-ওয়ার্নাররা জ্বলে উঠলে অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাচ্ছেই।’
সা¤প্রতিক ফর্মের বিচারেও এবারের বিশ্বকাপে অজিদের অনেকেই এগিয়ে রাখছেন। বিশ্বকাপের আগে ভারতে এসে ভারতকে ও দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছে অ্যারোন ফিঞ্চের অস্ট্রেলিয়া।