অস্কারের অনন্য অভিজ্ঞতা

65

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) মতো কসমোপলিটন বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা যে কোনো শিক্ষার্থীর জন্যই অনন্য। চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় এক সেমিস্টারের জন্য শিক্ষার্থীদের দিচ্ছে এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম ইডিইউতে শুধুমাত্র একটি কাগজে সীমাবদ্ধ কনসেপ্ট নয়। এটি বাস্তবিক অর্থেই প্রতিপালন করা হচ্ছে। শিক্ষার্থীকে বিশ্বমানে গড়ে উঠতে হলে গেøাবাল এক্সপেরিয়েন্স তার থাকতে হবে। বর্তমান বিশ্বে শুধুমাত্র নিজের দেশের গনদীর মধ্যে সীমাবদ্ধ থাকলে জ্ঞানের বিকাশ হয় না। শতাধিক দেশের শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণ-মুখর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা আমাদের দেশে বসে দেয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের সেই সুযোগ দেয়ার জন্যই আইআইইউএমের সাথে ২০১৬ সালে আমরা চুক্তিবদ্ধ হই।
ইডিইউর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী স্টিভ অস্কার সম্প্রতি এই অভিজ্ঞতা অর্জন করে ফিরেছে দেশে। গতকাল বুধবার সে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে তার নিয়মিত ক্লাসে যোগ দেয় এবং মালয়েশিয়ায় পড়াশোনা ও জীবনযাপনের অভিজ্ঞতা অন্যান্য শিক্ষার্থীদের শোনায়। গত বছরের মাঝামাঝি সময়ে ‘ফল ২০১৮’ সেমিস্টারে অংশ নিতে মালয়েশিয়ায় গিয়েছিলো সে। এর আগেও ইডিইউর দুজন শিক্ষার্থী অস্কারের মতোই আইআইইউএম থেকে সেমিস্টার শেষ করে এসেছে। বিজ্ঞপ্তি