অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে

32

গত ৬ অক্টোবর রবিবার রাত ৮ টায় হিন্দু স¤প্রদায়ের শারদীয় উৎসব মহাঅষ্ঠমী পাথারঘাটা ওয়ার্ড পূজামন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরী। পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরীকে পরিদর্শনকৃত পূজামন্ডপ পরিচালনার পরিষদের পক্ষ থেকে বরণ করে নেন পূজা উদযাপন পরিষদের সভাপতি নউসু বোস। এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য দিপক ভট্টাচার্য্য, মো. আব্দুস সালাম, মাস্টার জসিম উদ্দিন, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীলিপ কান্তি রুদ্র, এড. তপন কুমার দাশ, মো. ওমর ফারুক, মো. আবু বক্কর, উত্তম কুমার দাশ, এড. উজ্জ্বল দাশ, প্রকাশ কুয়ার জৈন, এনামুল হক এনাম, যুবলীগ নেতা সুফি মুহাম্মদ দিদারুল আলম দিদার, আফজাল হোসেন আজু, মাঈনুল ইসলাম মাঈনু, শুভ দাশ, ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজির, শুভ দাশ, রুবেল, মুহাম্মদ রাকিব, ভূবন কান্তি দে, শাওন দাশ, শাওন মহাজন, সজিব বড়–য়া, প্রবাল দাশ প্রমুখ।
পূজামন্ডপ পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে সকল স¤প্রদায়ের মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। এর মাঝেও আমাদের মধ্যেও কিছু অসুররূপে মানুষ ভর করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট। তাই এই অসুররূপী মানুষগুলো বদ করে অসা¤প্রদায়িক চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি