অসহায় মুসলিমদের জন্য ওজিলের ৮৬ লাখ টাকা

28

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায়-দুস্থদের খাদ্য ও ইফতারের জন্য আর্থিক সহায়তা দিলেন জার্মানি ও ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দল আর্সেনালের অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল। সিরিয়া ও তুরস্কের মুসলমানদের ইফতার, সন্ধ্যার খাবার ও সেহরির জন্য ৮০ হাজার পাউন্ড প্রদান করেছেন ওজিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৬ লাখ টাকা। এতে সিরিয়া ও তুরস্কে প্রায় ১৬ হাজার মানুষ ইফতার, সন্ধ্যার খাবার ও সেহরি করতে পারবেন।
রমজানের পুরো মাস জুড়েই খাবারের ব্যবস্থা করেছেন ওজিল। তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী কিনে অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হবে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অসহায় জীবনযাপন করছেন দরিদ্ররা। তাদের পাশে দাঁড়ানো সকলেই কর্তব্য ও দায়িত্ব বলে মনে করেন ওজিল। ৪২.৫ মিলিয়ন ইউরোতে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেন ওজিল।