অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করতে হবে

167

আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ জেলা গভর্ণর রোটারিয়ান দিল নওসিন মহসিন বলেছেন, দুস্থ মানুষের সেবায় আমাদের ব্রত। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর কোন বিকল্প নেই।
গত শনিবার নগরীর উত্তর কাট্টলীর মুন্সিপাড়া ডা. মোহাম্মদ জাহাঙ্গীর কমপ্লেক্সে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট, রোটারী ক্লাব অব রোজ গার্ডেন, রোটার ক্লাব অব খুলশী, শাহানা মেটারনিটি ক্লিনিক ও ইউনাইটস থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন (উৎস)-এর যৌথ উদ্যোগ দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রোটারী জেলা গভর্ণর রোটারিয়ান দিল নওশিন মহসিন উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও কাউন্সিল অধ্যাপক ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতালের চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী, আর.আই ৩২৮২ জেলার কর্ণফুলী জোনের কো-অর্ডিনেটর রোটারিয়ান রিজোয়ান শাহিদী। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট-এর নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক এ অনুষ্ঠান সঞ্চালন করেন। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের আহব্বায়ক ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম, পরিচালক (স্বাস্থ্য) প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, রোটারী জেলা এ্যাসিসটেন্ট গভর্ণর মো. আকবর হোসেন, উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, নারীনেত্রী রোকেয়া হক, রোটারী ক্লাব অব রোজ গার্ডেনের সভাপতি ড. বিপ্লব বড়ুয়া, রোটারী ক্লাব অব খুলশী সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি রোটারিয়ান দিল নওশিন মহসিন বলেন আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে নারীরা এখনও অবহেলিত। দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। তিনি সচেতন নারীদের ঘুরে দাঁড়ানোর আহব্বান জানান। তিনি বলেন মানুষ মানুষের জন্য। সমাজের অসহায়, দুস্থ ও নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের সকল স্তরের সেবাকর্মীদের এগিয়ে আসার আহব্বান। তিনি বলেন, এদেশ আমাদের আমরা দেশটাকে ভালোবাসি। সরকারের পাশাপাশি আমাদেরকেও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এতে দেশ উন্নত হবে। একটি সমাজব্যবস্থা নিশ্চিত হবে। এক্ষেত্রে আমাদেরকে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হওয়া উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রধান অতিথি রোটারী ইন্টারন্যাশনালে বিভিন্ন কর্মকান্ডে তুলে ধরে বলেন আজ আমরা দেশে দেশে পোলিও মুক্ত সমাজ গড়ে তুলেছি। পোলিও নির্মুলে ক্ষেত্রে রোটারী ক্লাবের অবদান সবচেয়ে বেশি। দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতাল, লায়ন মোখলেছুর রহমান হেলথ কেয়ার, চট্টগ্রাম নার্সিং ইনস্টিটিউট, শাহানা মেটারনিটি ক্লিনিক, উৎসের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক টিম অংশ নেন। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন, ফাতেমা (রা:) ক্লিনিক-এর চিকিৎসকবৃন্দ অংশ নেন। ক্যাম্পে সাগরিকা শিল্পাঞ্চলে বিপুল সংখ্যক চাকরীজীবী মহিলা অংশ নেন। এ ক্যাম্পে প্রায় চার শতাধিক দুস্থ মহিলা ও পুরুষ চিকিৎসাপত্র ও ঔষুধ গ্রহণ করেন এবং ২০ জন মুসলিম শিশুর খতনা করা হয়। বিজ্ঞপ্তি