অসহায়দের রান্নাকরা সেহরী বিতরণ রেজাউল করিমের

30

রাতেও ঘরে নেই রেজাউল করিম চৌধুরী। বাসায় রান্না করা সেহরী নিয়ে বেরিয়ে পড়লেন নগরীর রাজপথে। গত ১৩ মে গভীর রাতে গাড়ী ভর্তি করে নিয়ে আসা রান্না করা সেহরীর প্যাকেট ভাসমান অসহায় দরিদ্র মানুষের হাতে তুলে দিতে দেখা যায়মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম বলেন, মাহে রমজান উপলক্ষে আমরা অনেকেই অসচ্ছল মানুষের জন্য ইফতার ও সেহরীর জন্য চাল, ডাল, ছোলা, তেল, লবণ ইত্যাদি সামগ্রী বিতরণ করছি। অনেকে তৈরী করা ইফতারও বিতরণ করছেন। এতে তাদের কিছুটা উপকার হচ্ছে বলে আমরা আনন্দিত ও শুকরিয়া আদায় করছি। নগরীর হোটেল -রেস্তোঁরাসহ, স্ট্রীট ফুড ও ফুটপাতের দোকানের খাবারের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যাও নিতান্ত কম নয়। করোনার কারণে দোকান পাট বন্ধ থাকায় খাবার নিয়ে খুব অসুবিধায় আছে তারা। বিশেষ করে ভাসমান মানুষগুলো যাদের রান্না করে খাবার সুযোগও নাই, তাদের মুখে সেহরীতে সামান্য খাবার তুলে দিতে এগিয়ে এসে মানবিক কর্তব্য সম্পাদন করা উচিৎ। নগরীর ফুতপাথের অসহায় মানুষের মাঝে সেহরী উপহার প্রদানকালে তাঁর সাথে ছিলেন যুবলীগ নেতা মোরশেদ চৌধুরী ও সাইফুল করিম চৌধুরী। বিজ্ঞপ্তি