অলৌকিক প্রণোদনায়

52

অলৌকিক প্রণোদনায় রাস্তার পর রাস্তা মাড়িয়ে যখন পৌঁছে যায়
হৃদয়ের কাছাকাছি আরশের বারান্দায় ;
ফিরিয়ে দেবে হে?
শব্দের অহংকারে বিশ্বাস নেই,
কীভাবে তোমার প্রশংসা লিখি?
তুমিই করেছো না, ও চাদর টেনো না।
কণ্ঠে যার সুর নেই যে কীভাবে বাজাবে নবী দাঊদের বীণা ?
হৃদয়কে ধারণ করে রাস্তার পর রাস্তা মাড়িয়ে
অলৌকিক প্রণোদনায় শুধু হেঁটে যাওয়া হেঁটে যাওয়া
হেঁটে
হেঁটে…

একজন মানুষের জন্য হৃদয়ের ঐশ্বর্য ছাড়া
এমন কোন বাণী নেই তোমার কাছে পৌঁছানো;
কিভাবে অস্বীকার করবো চোখের আলপনা- হৃদয়ের প্ররোচনা ?
অলৌকিক প্রণোদনায় রাস্তার পর রাস্তা মাড়িয়ে যখন পৌঁছে যায়-
হৃদয়ের কাছাকাছি আরশের বারান্দায়;
ফিরিয়ে দেবে হে
হৃদয়ের আবাহণকে অস্বীকার করবে?
অলৌকিক প্রণোদনায় হেঁটে…
হেঁটে
হেঁটে…
হেঁটে যখন।