অবশেষে পাসপোর্ট ফিরে পেলেন বাবুনগরী

47

৫ বছর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর জব্দকৃত পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টা নাগাদ পাসপোর্টটি ফেরত দেয়া হয়। এর আগে সকাল ১০ টার দিকে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী প্রধানমন্ত্রীর সামরিক সচিবকে ফোন করে জব্দকৃত পাসপোর্ট ফেরতের অনুরোধ জানান। ফোনালাপে সামরিক সচিব আল্লামা বাবুনগরীর পাসপোর্ট দ্রæত ফেরত দেওয়ার আশ্বাস দেন।
হেফাজতের কয়েকজন নেতা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর শাহবাগস্থ বারডেম হাসপাতালে এসে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন আল্লামা বাবুনগরীর হাতে পাসপোর্ট তুলে দেন। রাত ৮ টার দিকে মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হাসান ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির মাওলানা কারী আতাউল্লাহ বিন হাফিজী ও আল্লামা বাবুনগরীর জামাতা মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
প্রসঙ্গত, ২০১০ সালে প্রতিষ্ঠিত ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ব্যাপক আলোচনায় আসে ২০১৩ সালে। কথিত নাস্তিক বøগারদের বিচার চেয়ে মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ করে সাংগঠনিক শক্তির জানান দেয় অরাজনৈতিক এ সংগঠনটি। তবে ওই বছরের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর সংগঠনটির মহাসচিব আল্লামা বাবুনগরী গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় তার পাসপোর্টটি নিয়ে নেয়া হয়।