অবক্ষয়মুক্ত আলোকিত জীবন গড়তে ওলীদের জীবনাদর্শ গ্রহণ করতে হবে

102

সুলতানুল ওয়ায়েজিন অলিয়ে কামেল শাহসূফি আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ) স্মরণে মাসিক মাহফিল ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বায়েজিদ ওয়াজেদিয়াস্থ শাহ আমানত (রহ) মসজিদ ও মাজার কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। শাহ আমানত হজ্ব কাফেলা ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ) ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাহেবজাদা মাওলানা মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা স উ ম আবদুস সামাদ। মাহফিলে বক্তারা বলেন, আউলিয়ায়ে কেরাম হলেন দুনিয়ায় আল্লাহ পাকের শ্রেষ্ঠতম প্রতিনিধি। দ্বীন, হেদায়ত ও সত্যের আলো বিচ্ছুরিত হয় আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। তাই, অবক্ষয়মুক্ত আলোকিত সমৃদ্ধ জীবন গড়তে আউলিয়ায়ে কেরামের জীবনাদর্শ গ্রহণ করতে হবে। তেমনি অনন্য কৃতিত্বের অধিকারী আলেমে দ্বীন ছিলেন শাহসুফি আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ)। সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইয়াছিন বলেন, আল্লামা ওয়াজেদী (রহ) ছিলেন কীর্তিমান সমাজসেবী ও আলোকিত ব্যক্তিত্ব। দ্বীন ও সুন্নিয়ত প্রচারের পাশাপাশি মানবসেবাকেও তিনি জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। তাঁর মতো বহুমাত্রিক গুণসম্পন্ন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন বর্তমানে বিরল। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন, হাটহাজারী আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন খান, জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী, আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ সাইফুদ্দীন, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা ইয়াছিন হোসাইন আলমাদানী, মাওলানা হাফেজ শিব্বির আহমদ ওসমানি, মুহাম্মদ আবদুল মান্নান, লেখক মাহমুদুল হক আনসারী, মাওলানা হাসান মুরাদ, লেখক মুহাম্মদ নূরুল মোস্তফা, মাওলানা শহীদুল ইসলাম, রাজনীতিবিদ মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ হান্নান হীরা। মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন। বিজ্ঞপ্তি