অপর্ণাচরণ সি.ক বালিকা উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রী পরিষদের সভা

75

গত ২৩ জানুয়ারি অপর্ণা চরণ সিটি কর্পোরশেন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাক্তন ছাত্রী পরিষদের আহবায়ক প্রফেসর ড. জয়নব বেগমের সভাপতিত্বে বনভোজন কমিটির মিটিং পরিষদের যুগ্ম আহবায়ক বাসনা হোড়ের বাসায় অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন এডভোকেট কাউসার পারভীন, বাসনা হোড়, রাহিমা পারভীন রুমী, শামসুন্নাহার চৌধুরী কলি, শর্মিলা কানুনগো, ডা. হাফসা করিম এবং অলকা সারাহ। উক্ত সভায় বার্ষিক বনভোজনের ভেন্যু এবং অন্যান্য বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বনভোজনের তারিখ আগামী ৮ ফেব্রæয়ারি এবং বনভোজনের স্থান ভাটিয়ারী গল্ফ ক্লাব নির্ধারণ করা হয়। প্রাক্তন ছাত্রীদের চাঁদা জনপ্রতি ৭০০টাকা এবং প্রাক্তন ছাত্রীর বাচ্চার চাঁদা জনপ্রতি ৫০০ টাকা ধার্য্য করা হয়। আগামীকাল ২৫ জানুয়ারী থেকে বনভোজনে অংশগ্রহণে ইচ্ছুক প্রাক্তন (এসএসসি ২০১৬ পর্যন্ত) ছাত্রীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আরম্ভ হবে। রেজিস্ট্রেশনের স্থান অপর্ণাচরণ স্কুল, সময় -বিকাল ৪.৩০টা থেকে ৬টা পর্যন্ত। আগামীকাল ২৫ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় সকল ব্যাচ কোঅর্ডিনেটরকে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বনভোজন সংক্রান্ত তথ্য জানতে শামসুন্নাহার চৌধুরী কলি (১৯৮৪)- ০১৯৯১ ৯৫১৮১৭ শর্মিলা কানুনগো (১৯৮৮) ০১৬৮১ ৮১৭৯২৭ ডা. হাফসা করিম (১৯৮৮) ০১৭৪৬ ৪৫৫৫১০ অলকা সারাহ (১৯৯৭) ০১৭৫৫ ৫৫২০২৭ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। সভায় অপর এক সিদ্ধান্তে জানানো হয় যে, বনভোজনে শুধুমাত্র প্রাক্তন ছাত্রীরা এবং তাদের বাচ্চারা অংশগগ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তি