অপরূপ বাঁকখালী নদী

214

নদীর পাড়ে বাড়ন্ত আমের চারার কোমল পাতায় বসন্তের হাতছানি। ঋতুরাজের আগমনে মোহনীয় রূপে সেজেছে কক্সবাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া বাঁকখালী নদী। হিমশীতল, স্বচ্ছ-নীল জলরাশি আর দুই তীরে শীতকালীন ফসলের সমারোহে বাঁকখালী নদী যেন অপরূপ। কক্সবাজার-রামুর হৃদপিন্ড হিসেবে খ্যাত এ নদীর সৌন্দর্য বিমোহিত করছে সবাইকে। গতকাল বৃহস্পতিবার রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকা থেকে ছবিটি তুলেছেন পূর্বদেশ এর রামু প্রতিনিধি সোয়েব সাঈদ।