অন্য বিমানে দুবাই গেলেন আটকে থাকা যাত্রীরা

46

চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৭ এর যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে দুবাই পাঠানো হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-আলম জানান, গতকাল সোমবার বেলা দেড়টায় আটকে থাকা যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি রওনা হয়।
বিমানবন্দরে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম জানান, আটকা পড়া ১৪৭ জন যাত্রীকে রবিবার বিভিন্ন হোটেলে রাখা হয়। সোমবার দুপুরে তারা অন্য একটি ফ্লাইটে রওনা হয়ে যান। খবর বিডিনিউজের
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ রবিবার বিকেলে ঢাকা থেকে ওড়ার পরপরই অস্ত্রধারী এক যাত্রী বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে। চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল ওই বিমানের যাত্রীদের।
ওই অবস্থায় বিমানের পাইলট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের এয়ারন্ত্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং বিকেলে ৫টা ৪১ মিনিটে চট্টগ্রামে অবতরণ করেন।
বিমানটি অবতরণের পর যাত্রীদের নামিয়ে আনা হয়। পরে কমান্ডো অভিযানে ছিনতাইকারীর মৃত্যুর মধ্যে দিয়ে সংকটের অবসান ঘটে।