অন্যায়-অবিচারে কখনও মাথা নত করা যাবে না

24

জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফে দাওয়াতে সূফী বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত ১০দিন ব্যাপি শাহাদাতে কারবালা মাহফিলের ৯ম দিবসে প্রধান বক্তা জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলীয়ার আরবি প্রভাষক হযরতুলহাজ¦ আল­ামা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী বলেন, আশুরা দিবসে হজরত ইমাম হোসাইন (রা.) কারবালায় অন্যায়, অবিচার, স্বৈরশাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের জন্য রণাঙ্গনে অকুতোভয় লড়াই করে শাহাদতবরণ করেছিলেন; কিন্তু তিনি অসত্য, অধর্ম ও অন্যায়ের কাছে মাথা নত করেননি। ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সপরিবারে প্রাণ বিসর্জন দিয়েছেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁর এ বিশাল আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত। ইমাম হোসাইন (রা.) ৬১ হিজরিতে কারবালার জমিনে শাহাদাতবরণ করে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন অন্যায়– অবিচারে কখনো মাথা নত করা যাবে না। প্রয়োজনে রক্ত দিয়ে সত্যের পথে অবিচল থাকতে হবে। গত ৯ সেপ্টেম্বর বিকেলে আনজুমানে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায় শাহাদাতে কারবালাম মাহফিলে সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত হয়রতুলহাজ¦ আল­ামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী শাহ মমতাজি (মা.জি.আ.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জহুরুল জিন্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ সেহাব উদ্দিন আলম। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, শাহজাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া মনসুর, শাহজাদা মাওলানা মুহাম্মদ আহসান আলী, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আবদুর রহিম বাদশা, কাঞ্চননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুল শুক্কুর, কাঞ্চননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নুরুল আবছার। মাওলানা মুহাম্মদ রেজাউল করিম ও মো. তৈয়ব আলীর যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তার আলোচনা করেন মাওলানা অলি আহম্মদ, মাওলানা মেহেদী হাসান রনী প্রমুখ। বিজ্ঞপ্তি