অন্নদাঠাকুরের আবির্ভাব উৎসবে ফজলে করিম এমপি রাউজানের মানুষ শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করে

9

রাউজান প্রতিনিধি
…………………

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানে সকল ধর্মের মানুষ সমানভাবে যার যার ধর্ম পালন করে। তিনি গত বুধবার উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের উত্তর গুজরায় শ্রী শ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ সংঘ পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রী অন্নদাঠাকুরের ১৩০তম শুভ আবির্ভাব উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ, করোনা মহামারী থেকে দেশবাসীর আরোগ্য লাভের জন্য বিশেষ প্রার্থনা, অসচ্ছল নারী-পুরুষকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি দিলীপ কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। প্রার্থনা পরিচালনা করেন সীতাকুন্ড শংকর মঠ ও মিশনের টিম। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা পূজা উদযপাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ, আইনজীবি অপূর্ব ভট্টাচার্য্য ও ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড. দীলিপ কুমার চৌধুরী, এড. সমীর দাশগুপ্ত, সুমন দে, বরুন মজুমদার, সুমন কান্তি দে, কাঞ্চন তালুকদার, ম্যালকম চক্রবর্তী, বিশ্বজিত চৌধুরী, অনুপ কুমার বিশ্বাস। পূজা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণ করেন অতিথিবৃন্দ।