‘অনেক কথায়’ কান দিইনি : ইভানা

212

কুড়ির কোটা পেরোনোর আগেই ছোটপর্দায় নিজের জায়গা পোক্ত করেছেন ‘সেরা নাচিয়ে’ থেকে উঠে আসা চট্টগ্রামের মেয়ে পারসা ইভানা। শৈশব থেকেই খ্যাতিমান নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন এঁকেছিলেন তিনি। ২০১৩ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বপ্নের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ঘটনাক্রমে বাঁকবদল ঘটে তার ক্যারিয়ারে; নৃত্যে থিতু না হয়ে ১৭ বছর বয়সে নাম লেখান টিভি নাটকে।
শুরুর কয়েকটা বছর পায়ের তলার মাটি শক্ত করতে খানিকটা কাঠখড় পোড়াতে হলেও দিনে দিনে টিভিনাটকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইভানা। স¤প্রতি ‘এ শহরের পাখিগুলো একা’, ‘দেওয়ালের ওপারে তুমি’সহ বেশ কয়েকটি নাটকে সহজাত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দর্শকদের। দর্শকদের ভালোবাসা তার দায়িত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে জানিয়ে ইভানা বলেন, অভিনয়ের টিকে থাকতে গেলে আমাকে নিজের সেরাটাই দিতে হবে। “আজকাল নাটকে নায়িকার অভাব নেই। যত বেশি ভালো অভিনয় করতে পারব তত বেশি প্রাধান্য পাব। নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য এখন প্রচুর মুভি দেখেছি। নিজে নিজে অভিনয় অনুশীলন করেছি। আমার সেই ডেডিকেশনটা কাজে লেগেছে।” অভিনয়ে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য চলচ্চিত্র দেখার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও তাকে ঋদ্ধ করেছে বলে জানান তিনি। ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার সময় তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছিল জানিয়ে ইভানা বলেন, তাদের কথায় কান না দিয়ে আমি সামনে এগিয়ে চলেছি। দুই পরিচালক ইমরাউল রাফাত ও মাবরুর রশিদ বান্নাহর যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি। ছোটপর্দা ছাপিয়ে পছন্দমতো চিত্রনাট্য পেলে বছরখানেক পর বড়পর্দায়ও যাত্রা করতে চান তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পেলেও যুতসই চিত্রনাট্য পান নি বলে ‘না’ করে দিয়েছেন। ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’, ‘মনপুরা’র মতো চলচ্চিত্রে কাজে আগ্রহী ইভানা।