অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চট্টগ্রামের পরাজয়

24

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় নোয়াখালী জেলা দলের কাছে হেরে গেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ১০০ রানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে ফারুক টিটুর শিষ্যরা। এদিন আগে ব্যাট করে ১৮০ রান তোলে নোয়াখালী জেলা দল। জবাবে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ৮০ রানে সবকটি উইকেট হারায় চট্টগ্রাম। বড় ব্যবধানে হারার ফলে গ্রæপ রানার্স আপের সুযোগও হাতছাড়া হয় বন্দরনগরীর টিমটির।
উল্লেখ্য, খেলা শুরুর মাত্র দু’দিন আগে হবিগঞ্জ যাত্রার মাত্র কয়েক ঘন্টা আগে ম্যানেজমেন্টের হাতে টিম দেয়ায় কোচ-ম্যানেজার টিমের প্র্যাক্টিস তো দূরের কথা, খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বেরও সুযোগ পান নি। আর বিসিবির জেলা কোচ তারেক হোসেন খান যে দল নির্বাচন করে দেন তাতে চট্টগ্রামের বেশ ক’জন সেরা পারফর্মার জায়গা না পাওয়ায় তখনই টিমের ভবিষ্যৎ নিয়ে আগাম মন্তব্য করেছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা যা সত্য প্রমাণিত হয়েছে গ্রূপ লিগ থেকেই চট্টগ্রামের বাধ পড়ার মধ্য দিয়ে। একই ঘটনা ঘটেছিল চট্টগ্রাম অনূর্ধ্ব ১৪ দলের বেলাতেও। অবশ্য, সেরা গ্রূপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালের টিকিট পায় চট্টগ্রাম। দুর্ভাগ্য, বৃষ্টিতে সেমিফাইনাল খেলাও পন্ড হয়ে গেলে গ্রূপ লিগের ফলাফলের হিসেবে না খেলেও ফাইনালে উঠে লক্ষীপুর আর বিদায় নেয় চট্টগ্রাম।