অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবল লিগে দুই সম্পাদকের খেলা নওজোয়ান হারালো রাইজিং স্টারকে

6

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান রাইজিং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক। অন্যদিকে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক। দু’দলই এবার অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে গতকাল প্রথম ম্যাচ খেলতে নামে। তবে শুরুটা ভাল হয়নি রাইজিং স্টার ক্লাবের, ১-৩ গোলে তারা হার মেনেছে সিডিএফএ সাধারণ সম্পাদকের টিমের কাছে।
শুভসূচনার এ ম্যাচে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে ৩-১ গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। প্রথম থেকে আক্রমন প্রতি আক্রমনে খেলা শুরু হলেও প্রথমার্ধের দীর্ঘ সময় পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। এ অর্ধের শেষ দিকে খেলার ৪২ মিনিটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এগিয়ে যেতে সমর্থ হয়। বক্সে ঢুকে রানা রাইজিং স্টার কিপারকে পরাভূত করেন (১-০)। কয়েক মিনিট বাদে গোলসংখ্যা দ্বিগুন করে ফেলে তারা। ডান প্রান্ত থেকে আক্রমনে উঠে নওজোয়ান। দলের আসিফ মাহমুদ কিছুটা এগিয়ে দুর্দান্ত শট নেন। বল ক্রসবার ছুঁয়ে বাম প্রান্তে আসে আবিদুল ইসলামের মাথায়। সুযোগ সন্ধানী আবিদুল দেরি করেননি। হেড করে বল আড়াআড়ি জালে জড়িয়ে দেন (২-০)।
দ্বিতীয়ার্ধে রাইজিং স্টারও আক্রমনে উঠতে থাকে। ১০ মিনিটে ফাঁকায় রায়হানুল ইসলাম বারের উপর দিয়ে মেরে নিশ্চিত সুযোগ নষ্ট করেন। এরপর দুর্ভাগ্যক্রমে একটি শট নওজোয়ান কিপারের গায়ে লাগে। ৩৩ মিনিটে জাহাঙ্গীর ব্যবধান কমান (১-২)। ৩৭ মিনিটে সমতা আনার সুযোগ নষ্ট করে রাইজিং স্টার। খেলার শেষ মিনিটে বক্সে ডাবলু দাসকে পেছন থেকে বাধা দিয়ে ফেলে দিলে রেফারী মো. খোরশেদ আলম পেনাল্টির বাঁশি বাজান নওজোয়ানের পক্ষে। পেনাল্টিতে গোল করেন সাইফ রহমান (৩-১)। ফলে প্রথম খেলাতেই পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় ঐতিহ্যবাহী দলটিকে।
গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় রানা দাশ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর, উল্লাস ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীন কুমার ঘোষ।
আজ ২টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১২.৪৫ টায় প্রথম খেলায় অংশ নেবে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। বেলা ২.৪৫ টায় দ্বিতীয় খেলায় চট্টগ্রাম জেলা পুলিশ ও ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।