অনুত্তীর্ণদের ফের প্রস্তুতির আহব্বান প্রধানমন্ত্রীর

41

এসএসসি ও সমান পরীক্ষায় যারা পাস করেছে তাদেরকে শুভেচ্ছাসহ অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যারা অকৃতকার্য হয়েছে, তাদেরকে মন খারাপ না করার এবং ভালোভাবে লেখাপড়া করে ফের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল সোমবার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সেলফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।
এসময় অকৃতকার্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তোমাদেরকে ধৈর্য ধরে, মনোযোগসহকারে আবারও প্রস্তুতি নেওয়ার আহব্বান জানাচ্ছি। যারা অকৃতকার্য হয়েছো, তাদের মন খারাপ করার কিছু নেই। আগামিতে তারা আবারও পরীক্ষা দিয়ে ভালো করতে পারবে। মন খারাপ না করে পড়াশোনা করবে’। খবর বাংলা ট্রিবিউনের
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যেকোনো অসাধ্য সাধন করতে সহায়তা করতে পারে। তোমরা যারা যেকোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারোনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে’।