অনুকূলচন্দ্র মহোৎসবে যুব সম্মেলন

131

পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১ অনুকূলাব্দ স্মরণ মহোৎসবের ২য় দিনের যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রকৌশলী প্রবীর কুমার সেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঠাকুর অনুকূল চন্দ্র আদর্শ মানুষ গঠনে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। মানব কূলের উদ্ধারের জন্য ঠাকুর জীবন উৎসর্গ করেছেন। ‘আদর্শ যুব সমাজ গঠনে শ্রীশ্রী ঠাকুরের নীতি’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আজকের যুব সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের উন্নয়ন সম্পাদক শ্রী অনিল পাল ও সহ-সাধারণ সম্পাদক শ্রী অমল দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন শ্রী শংকর সেনগুপ্ত। ১৩১টি মঙ্গল প্রদীপ প্রজ্জলন সহ কারে শ্রী মন্দির প্রদক্ষিণ উদ্বোধন করেন সহ প্রতি ঋত্বিক শ্রী বিপুল চন্দ্র মিত্র। আলোকিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী লোকনাথ বক্ষচারী সেবক ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, কাজল তালুকদার, লায়ন রূপক কুমার রক্ষিত, বিভু চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, প্রকৌশলী নন্দন দত্ত, অধ্যাপক শ্রী মোহিত বিশ্বাস, লায়ন রতন কুমার শীল, সুশান্ত পাল, প্রকৌশলী বিশ্বজিৎ দাশ প্রমুখ। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আয়োজিত তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে বৃহত্তর চট্টগ্রাম এর ঋত্বিক বৃন্দের সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রতি ঋত্বিক অধ্যাপক সুধীর রঞ্জন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রামের সকল ঋত্বিক বৃন্দের সম্মাননা স্মারক চট্টগ্রাম জেলা সৎসঙ্গের পক্ষে প্রদান করা হয়। লায়ন শংকর সেনগুপ্তের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে যারা সম্মানানা পেয়েছেন সহ প্রতি ঋত্বিক মাস্টার নিরঞ্জন ঘোষ, বিপুল চন্দ্র মিত্র, মোহিত বিশ্বাস, ননী গোপাল দেবনাথ, অনিল দে, অনিল দাশ, অরুপ বিশ্বাস, ডাঃ বিনয় কৃষ্ণ ধর, রনজিত চৌধুরী, উত্তম দে জয়, দেবব্রত আচার্য, জয়ব্রত আচার্য, জগৎ শীল, কুমুদ বন্ধু সিংহ, পলাশ দাশ, মতিলাল দেবনাথ, নন্দন চক্রবর্তী, মনোরঞ্জন দাশ, সমীর কান্তি দে, অশোক তালুকদার, খোকন শর্মা প্রমুখ। বিজ্ঞপ্তি