অনিয়ম ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হুইপ

30

পটিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অনিয়ম ও অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এ সময় তিনি বায়েমেট্রিক পদ্ধতি যথাযথভাবে বাস্তবায়ন এবং নিয়মিত তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আদেশ দেন। তিনি বলেন, যেসব ডাক্তার ও কর্মচারী নিয়মিত এবং যথাসময়ে হাসপাতালে উপস্থিত হবেন না তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ব্যবস্থা নিতে হবে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ এসব নির্দেশনা দেন। এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া থানার ওসি (তদন্ত) জাব্বারুল ইসলাম, চেয়ারম্যান এমএ হাশেম, এমপির এপিএস হাবিবুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী মিত্র, কাউন্সিলর আবু ছৈয়দ, আবদুল খালেক, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরামুল
আজম, ডা. জয় দত্ত বড়ুয়াসহ হাসপাতালের কর্মকর্তারা।সভায় সামশুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পটিয়া হাসপাতালে অনিয়ম আর দুর্নীতি ভর করেছে। এ কারণে এলাকার লোকজন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিতে নির্দেশ দিয়েছেন। হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা এবং ব্যক্তিগতভাবে একটি এম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন হুইপ। তাছাড়া এক্সরে মেশিন বরাদ্দ হয়েছে যা শীঘ্রই হাসপাতালে বসানো হবে বলে জানানো হয়। পরে পটিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় বাস খাদে পড়ে যাওয়ার স্পট পরিদর্শন করেন তিনি।