অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চিকিৎসা শিবির

65

অনিরুদ্ধ বড়ুয়া (অনি) মেমোরিয়াল ট্রাস্ট প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২১ ফেব্রুয়ারি রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী মহামুনি গ্রামের ‘ফনি তটী’ মঞ্চে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০১৮ সালে এসএসসি ও এইসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়ে উত্তী’ণ হয়েছে তাদেরকে নগদ অথ’বৃত্তি ও সম্নাননা পত্র প্রদান করবে। এছাড়া দিবসের কর্মসূচীতে রয়েছে শহীদ মিনারে পুষ্পার্ঘ নিবেদন, সুবিধা বঞ্চিত ও স্থানীয় জনগনের মাঝে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, একুশের আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্টান অনুষ্টিত হবে। যারা ইতিমধ্যে ২০১৮ সালে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ পেয়ে ‘অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়ায়ল ট্রাস্ট এর নিধা’রিত ফরমে বৃত্তির জন্য আবেদন করেছে তাদেরকে অভিবাবকদের নিয়ে সকাল ৯টা থেকে দিবসের কর্মসূচির সাথে যুক্ত হতে ট্রাস্টের পক্ষ্য হতে আবেদন জানানো যাচ্ছে। উল্লেখ্য যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স ক্লাব জেলা ৩১৫-বি৪ এর মাননীয় গভণ’র লায়ন নাসিরুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্য প্রাক্তন জেলা গভণ’র লায়ন মঞ্জুর আলম মঞ্জু এবং সন্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন প্রথম জেলা ভাইস গভণ’র লায়ন কামরুন মালেক এবং ২য় জেলা ভাইস গভণ’র লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করবেন অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও প্রাক্তন লায়ন্স জেলা গভণ’র লায়ন রূপম কিশোর বড়ুয়া। ট্রাস্টের পক্ষ থেকে সর্বস্তরের সুধী সমাজকে উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিনীত আহবান জানানো হচ্ছে। বিজ্ঞপ্তি