অনন্ত নীলিমা

62

তুমি নও স্বর্গের অষ্টাদশী সুন্দরী উর্বশী-মেনকা-রম্ভা
আরো দশটি শ্যামল রমণীর মতো করো বিচরণ
এই সবুজ করুণ বাংলায়।
ঘন কালো নয়ন তোমার, মাথায় সাপের মতো কৃষ্ণ বেণী।

গ্রাম্য পুকুর সাঁতার কাটো নিষ্পাপ অবোঝ বালিকার মতো
অধরা পুষ্পের মতো ফুটে আছো পুষ্পকাননে থরে বিথরে
তোমার হৃদয়াকাশ উজ্জ্বল নক্ষত্রের মতো বিশাল সমুদ্র
টোল পড়া স্নিগ্ধ হাসিতে মুগ্ধ করো ফুল পাখি নদী রূপে
তোমার মাঝে খুঁজি পাই অপরূপ শ্যামলিমা প্রকৃতির আভা।

তুমি আমার অনন্ত নীলিমা, প্রাণখোলা মুক্ত আকাশ।